ফুলগাছ রোপণই তাঁর নেশা

কানাডা প্রবাসী নুরুর রহমান তরফদারের উদ্যোগে মৌলভীবাজারে ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো
কানাডা প্রবাসী নুরুর রহমান তরফদারের উদ্যোগে মৌলভীবাজারে ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো

কানাডা প্রবাসী নুরুর রহমান তরফদার। তাঁর বাড়ি মৌলভীবাজার শহরে। কিন্তু ফুলপ্রেমিক হিসেবে তাঁর পরিচিতি আছে। কারণ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সড়কের পাশে ও বাসাবাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ এবং চারা সরবরাহ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার শহরের সৈয়দ মুজতবা আলী সড়ক সংলগ্ন মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে ফুলগাছের চারা রোপণ করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নুরুর রহমান তরফদার মৌলভীবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, সড়কের পাশে ও বাসাবাড়িতে ফুলের চারা রোপণ করছেন। আজ বেলা ১১টার দিকে শহরের সৈয়দ মুজতবা আলী সড়ক সংলগ্ন মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের উত্তর দিকে সারিবদ্ধভাবে পাঁচটি টেকোমা গৌডিচৌডি জাতের ফুলের চারা লাগানো হয়েছে।

পর্যায়ক্রমে মাঠের পুরো অংশে ফুলের চারা লাগানো হবে। এই কার্যক্রমে অংশ নেন মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, শিল্প-সংস্কৃতির সংগঠন আলোকধারার সভাপতি এম এ আহাদ, প্রাবন্ধিক ও সাহিত্যের ছোট কাগজ ফসল সম্পাদক মোহাম্মদ আবদুল খালিক, সাংস্কৃতিক সংগঠক এহসানা চৌধুরী।

এ সময় নুরুর রহমান তরফদার বলেন, চারাগুলো যাতে নষ্ট না হয়, সে জন্য মাটির সমতলে পাকা বেষ্টনী এবং ওপরের দিকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। শুকনো মৌসুম হওয়ায় নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে।