কেন্দ্রে ভোটারের খরা

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের একটি ফাঁকা ভোটকক্ষ। ছবি: মোশতাক আহমেদ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের একটি ফাঁকা ভোটকক্ষ। ছবি: মোশতাক আহমেদ

সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু ভোটারের কোনো লাইন নেই। ভোট গ্রহণ কাজে দায়িত্বরত ব্যক্তিরা বসে আছেন। মাঝে মধ্যে দু-একজন ভোটার উপস্থিত হন। ভোট দিয়ে চলে গেলে আবার অপেক্ষা করেন পরবর্তী ভোটারের জন্য। এই চিত্র রাজধানীর বেইলি রোড এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে মোট তিনটি কেন্দ্র রয়েছে। নিচতলায় অবস্থিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করে জানা গেল, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৭ শতাংশ।

একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানালেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫৮ জন। এখানে সবাই নারী ভোটার।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতটি বুথে ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি বুথে মোট ভোটার সংখ্যা ৩৩৭ জন করে। এর মধ্যে ১ নম্বর কক্ষে ১২টা ৪ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ২৩টি। ২ নম্বর কক্ষে ভোট পড়েছে ২০টি। ৩ নম্বর কক্ষে ভোট পড়েছে ১৯টি। ৪ নম্বর কক্ষে ভোট দিয়েছেন ১৭ জন। ৫ নম্বর কক্ষে ১৬, ৬ নম্বর কক্ষে ৮ এবং ৭ নম্বর কক্ষে ১৯টি ভোট পড়েছে। শুধু এই কেন্দ্রেই নয়, আশপাশের কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি খুবই কম।