মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু আইসিসির

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলির দপ্তরের এক প্রতিনিধি দল আজ রাজধানীতে এ সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলির দপ্তরের এক প্রতিনিধি দল আজ রাজধানীতে এ সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো

মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেদারল্যান্ডসের রাজধানী হেগে আদালতের প্রাক্‌-শুনানি আদালতের নির্দেশের প্রায় তিন মাসের মাথায় এ তদন্ত শুরু হলো।

আইসিসির কৌঁসুলির দপ্তরের এক প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিনিধিদলের নেতা ও আইসিসির কৌঁসুলি ফেতু বেনসুদার জ্যেষ্ঠ পরামর্শক ফাকিসো মোচোচোকো আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফাকিসো মোচোচোকো বলেন, রাখাইন থেকে রোহিঙ্গাদের বলপূর্বক তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে রোম সনদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত হবে। এই তদন্তের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার আগে অন্তত দুবার চিন্তা করেন।


রোম সনদে সই না করাতে আইসিসিকে তদন্তে কোনো সহযোগিতা করছে না মিয়ানমার। ফাকিসো মোচোচোকো মিয়ানমারের ওই ভূমিকার সমালোচনা করেন। তিনি এটিকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন।

মিয়ানমারের অসহযোগিতার কারণে তদন্তের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে ফাকিসো মোচোচোকো বলেন, তদন্তের প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জ আছে, এটি তার অন্যতম। তবে এটা তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো চ্যালেঞ্জ নয়। আইসিসি তথ্য, প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে দোষী ব্যক্তিদের চিহ্নিত করবেন।