চট্টগ্রামে মহিলা দলের দ্বন্দ্ব, বাঁশ-পচা ডিম নিয়ে হামলা

চট্টগ্রামে নগর মহিলা দলের এক পক্ষ বাঁশ নিয়ে অপর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। ছবি: প্রথম আলো
চট্টগ্রামে নগর মহিলা দলের এক পক্ষ বাঁশ নিয়ে অপর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। ছবি: প্রথম আলো

অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ি এলাকায় নগর মহিলা দলের এক পক্ষের হামলায় অপর পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এলাকার একটি ক্লাবের সামনে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে। বাঁশ, পচা ডিম ও পচা টমেটো দিয়ে হামলাকারীরা হামলা করেন। 


হামলায় মহিলা দলের মর্জিনা বেগম, খালেদা আক্তার, তাসলিমা আক্তার, জাহেদা সুলতানা, রীনা আক্তার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, লায়লা বেগম প্রমুখ আহত হন। আহত নেতা-কর্মীরা সবাই মহিলা দলের মূল স্রোতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার শহরের জামালখান ও বাগমনিরাম ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ছিল। এ উপলক্ষে কাজীর দেউড়ির একটি ক্লাবের সামনে নেতা-কর্মীদের জড়ো হতে বলা হয়। বেলা সাড়ে তিনটার দিকে নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর নেতৃত্বে ২০/২২ জন নেতা-কর্মী জড়ো হন। তখন তাঁদের ওপর আচমকা হামলা চালানো হয়।

এ হামলার জন্য মহিলা দলের নগর কমিটির বহিষ্কৃত সভানেত্রী মনোয়ারা বেগমকে দায়ী করেছেন ফাতেমা বাদশা। ঘটনার বর্ণনা দিয়ে মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ফাতেমা বাদশা প্রথম আলোকে বলেন, ‘মনোয়ারা বেগমের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা হয়েছে। কয়েক দিন আগে মনোয়ারার অনুসারীরা আমাদের ওপর হামলা করার হুমকি দিয়েছিলেন। আমাদের দুটি ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাদের পরিচিত সভা শুরুর আগে তারা হামলা চালিয়েছেন। ঘটনার সময় মনোয়ারা মুখোশ পরেছিলেন।’

নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেন, ‘হামলাকারীর সংখ্যায় ২০/২৫ জন ছিল। তারা পচা ডিম ও টমেটো ছুড়ে মারে। দুটি বাঁশ দিয়ে আমাদের নেতা-কর্মীদের বেদম পেটায়। হামলায় নেতৃত্ব দেন মনোয়ারা বেগম। তিনি হিজাব পড়ে এসেছিলেন।’

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে মনোয়ারা বেগমের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুটি ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন নিয়ে একাধিক সভা হয়। কমিটিও গঠন হয়েছিল। মঙ্গলবার পরিচিতি সভার ডাক দেওয়া হয়েছিল। এই অবস্থায় বহিরাগত নারীরা হামলা চালিয়েছে বলে আমি শুনেছি। বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।’