রোমে চ্যান্সেরি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে চ্যান্সেরি ভবন উদ্বোধন করে ভবনের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে চ্যান্সেরি ভবন উদ্বোধন করে ভবনের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন। আজ বুধবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে ইতালির রাজধানীর ভিয়া ডেল অ্যান্ট্রাটাইড এলাকায় দূতাবাসের ফলক উন্মোচন করেন। ২৩ দশমিক ৯ কাঠা জমির ওপর এই পাঁচতলা ভবন তৈরি করা হয়।

এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চ্যান্সেরি ভবনে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
চ্যান্সেরি ভবনে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, রোমে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী চ্যান্সেরি ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।

শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে গতকাল মঙ্গলবার বিকেলে চার দিনের এক সরকারি সফরে ইতালি পৌঁছান।