যুবকের পকেটে ছিল ১ কেজি সোনা

যশোরের বেনাপোলে শার্ট ও প্যান্টের পকেট থেকে এক কেজির বেশি সোনাসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল বন্দর থানার সাদিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম জিহাদ আলী (২৪)। তিনি বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

বিজিবি জানায়, আজ সকালে জিহাদ আলী হেঁটে বেনাপোল থেকে সাদিপুর এলাকায় ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে তল্লাশি করে তাঁর শার্ট, ফুলপ্যান্ট ও ফুলপ্যান্টের নিচে আরেকটি প্যান্টের পকেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সোনার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৯৬ হাজার টাকা। পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বলেন, পাচারকারী জিহাদ আলীর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার করা সোনা জমা দেওয়া হয়েছে থানায়।