হবিগঞ্জে রোহিঙ্গা যুবক আটক

হবিগঞ্জ শহরে আজিজুল মোস্তাফা (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিশেষ পুলিশ পাহারায় তাঁকে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবক গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর টাইটেল মাদ্রাসায় আসেন। নিজেকে তিনি কোরআনে হাফেজ দাবি করে মাদ্রাসার ছাত্রাবাসে শিক্ষার্থীদের সহযোগিতা চান। এ সময় তাঁর কথাবার্তার ধরন ও চলাফেরায় সন্দেহ সৃষ্টি হয় শিক্ষার্থীদের। বিষয়টি তাঁরা হবিগঞ্জ থানা-পুলিশকে জানান। পুলিশ আজিজুল মোস্তাফা আটক করে থানায় নিয়ে আসে।

আটক আজিজুল মোস্তাফা পুলিশের কাছে নিজেকে রোহিঙ্গা বলে দাবি করে বলেন, কৌশলে তিনি রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন। ঢাকা থেকে বাসে হবিগঞ্জের বাহুবল উপজেলায় আসেন তিনি। সেখান থেকে হবিগঞ্জ শহরে এসেছেন। তিনি একাই এসেছেন বলেও দাবি করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, আজ আটক হওয়া রোহিঙ্গা যুবককে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।