পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামির আত্মসমর্পণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি আপ্তাব উদ্দিন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

আজ সোমবার তাঁকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সালদিকা গ্রামের আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলার ৬ মাসের সাজা ছিল। কিন্তু তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও শাহিন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় আসামির ভাই আলাউদ্দিনের নেতৃত্বে স্বজনেরা পুলিশের হাত থেকে আপ্তাবকে ছিনিয়ে নিলে তিনি পালিয়ে যান। পুলিশ এ ঘটনায় আলাউদ্দিন, তাঁর ছেলে রায়হান আহমদ ও আব্দুল হামিদকে আটক করে থানায় নিয়ে আসে।

আসামি আপ্তাব উদ্দিন জগন্নাথপুর থানা-পুলিশের কাছে আত্মসমর্থন করলে পুলিশ আটক তিনজনকে ছেড়ে দেয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘পালিয়ে যাওয়া আসামি আমাদের কাছে ধরা দেওয়ায় তাঁর ভাই ও ভাতিজাদের ছেড়ে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।