বিএনপির লাগামহীন দুর্নীতির কারণেই ওয়ান ইলেভেন: তথ্যমন্ত্রী

সৈয়দ মোদাচ্ছের আলীর ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সৌজন্য
সৈয়দ মোদাচ্ছের আলীর ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সৌজন্য

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির লাগামহীন দুর্নীতি এবং সরকার পরিচালনায় অব্যবস্থাপনার কারণেই ওয়ান ইলেভেন হয়। তিনি বলেন, তখন হাওয়া ভবন তৈরি করে সরকার পরিচালনা করা হতো। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, জঙ্গিবাদের উত্থানের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী রচিত ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ বইয়ের প্রকাশনা উৎসবে আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চায় তারাই ওয়ান ইলেভেনের সুবিধাভোগী। এখনো একটি গোষ্ঠী রাজনীতিকদের চরিত্র হননের চেষ্টা করছে। বিরাজনীতিকরণের প্রচেষ্টায় যারা যুক্ত ছিলেন তারা এখনো সক্রিয়। মাঝে মাঝে একত্রিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁকে হত্যা করা হয়। এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে চক্রান্ত করছে। বিএনপি এবং তাদের দোসররা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ওয়ান ইলেভেনের কুশীলবদের সঙ্গে হাত মিলিয়েছে।’

অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলীকে ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ শিরোনামে বই লেখার জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেদিন কী ঘটেছিল তা মানুষকে জানানোর জন্য এ ধরনের একটি বইয়ের প্রয়োজন ছিল।

সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।’

সিনিয়র সাংবাদিক সৈয়দ বোরহান কবিরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম এ আজিজ, লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়, কবি শাহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।