অসময়ে কত ইলিশ

শীতের সময় সাগর-উপকূলে সাধারণত ইলিশ মাছ তেমন পাওয়া যায় না। এমনটাই দেখা যায়। এবার ঘটেছে ব্যতিক্রম। মৌসুম শেষ হলেও গভীর সমুদ্র, বঙ্গোপসাগর ও তার মোহনাসংলগ্ন নদ-নদী জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে জেলেরা বিরত থাকার সুফল পাওয়া যাচ্ছে বলে মনে করছে মৎস্য বিভাগ। বরিশালের পোর্ট রোডের পাইকারি বাজারে ইলিশের বেচাকেনা নিয়ে ছবির গল্প।
ট্রলারে করে ইলিশ এসেছে
ট্রলারে করে ইলিশ এসেছে
ইলিশ নেওয়া হচ্ছে পাইকারি বাজারে
ইলিশ নেওয়া হচ্ছে পাইকারি বাজারে
মেঝেতে রাখা হয়েছে টাটকা ইলিশ
মেঝেতে রাখা হয়েছে টাটকা ইলিশ
ইলিশ কিনতে চলছে দর-কষাকষি
ইলিশ কিনতে চলছে দর-কষাকষি
হিমায়িত করতে বাক্সে রাখা হচ্ছে ইলিশ
হিমায়িত করতে বাক্সে রাখা হচ্ছে ইলিশ
ইলিশের পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়
ইলিশের পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়
অন্যত্র পাঠানোর জন্য প্রস্তুত বাক্সভর্তি ইলিশ
অন্যত্র পাঠানোর জন্য প্রস্তুত বাক্সভর্তি ইলিশ
বাজারে ইলিশের পসরা সাজিয়েছেন খুচরা ব্যবসায়ী
বাজারে ইলিশের পসরা সাজিয়েছেন খুচরা ব্যবসায়ী