এনপিসি ও জালাপিনোর ফটো ও ফুড ফেস্টিভ্যাল

জালাপিনো ও এনপিসির মধ্যে উৎসব বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত
জালাপিনো ও এনপিসির মধ্যে উৎসব বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার জালাপিনো রেস্তোরাঁয় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফটো অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) এবং জালাপিনোর যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।

প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জালাপিনো রেস্তোরাঁয় নানা ধরনের খাবারের পাশাপাশি উপভোগ করা যাবে নান্দনিক সব আলোকচিত্র। প্রদর্শনীতে দেশি-বিদেশি আলোকচিত্রীদের প্রায় ৪০টি ছবি স্থান পাচ্ছে।

এনপিসির সভাপতি জয় কে রায় চৌধুরী বললেন, ‘আলোকচিত্রকর্ম কেনার প্রতি দর্শকদের আগ্রহ তৈরি করতেই এমন প্রদর্শনীর আয়োজন করেছি। যাঁরা রেস্তোরাঁয় খেতে আসবেন, তাঁরাও প্রদর্শনীর ছবি কেনার কথা ভাবতে পারেন।’

উৎসব চলার সময় ক্রেতারা বিভিন্ন খাবারে পাবেন মূল্যছাড়। আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে। ৮ ফেব্রুয়ারি উৎসব বিষয়ে জালাপিনো ও এনপিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।