আলু তোলার ধুম

>বগুড়ার মাঠে মাঠে আলু তোলার ধুম পড়েছে। কৃষকদের দম ফেলানোর ফুসরত নেই। কেউ কেউ নিজে আলু তুলছেন, কেউ কেউ শ্রমিক লাগিয়ে আলু তুলছেন। আবার কেউ কেউ সাইকেলে চেপে আলুর বস্তা মাঠ থেকে মূল সড়কে নিয়ে যাচ্ছেন। জেলার শেরপুর উপজেলার আকরামপুর, চণ্ডেশ্বর, মারিহাটা, খিকিন্দার মাঝখান জুড়ে আলুর বিশাল খেত। প্রায় হাজারের মতো নারী–পুরুষ শ্রমিক আলু তোলা ও পরিবহনের কাজে যুক্ত আছেন। এ নিয়ে আজকের ছবির গল্প
১ / ৮
আলু খেত থেকে আলু তুলে সাইকেলে করে সড়কে নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক
আলু খেত থেকে আলু তুলে সাইকেলে করে সড়কে নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক
২ / ৮
আলু তোলা ও পরিবহনে যুক্ত আছেন প্রায় খানিক শ্রমিক
আলু তোলা ও পরিবহনে যুক্ত আছেন প্রায় খানিক শ্রমিক
৩ / ৮
সাইকেলে করে আলু পরিবহন করা শ্রমিকদের দম ফেলানো ফুসরত নেই
সাইকেলে করে আলু পরিবহন করা শ্রমিকদের দম ফেলানো ফুসরত নেই
৪ / ৮
আলু তুলে এক জায়গায় জড়ো করা হচ্ছে
আলু তুলে এক জায়গায় জড়ো করা হচ্ছে
৫ / ৮
জড়ো করা আলু বস্তায় ভরে নেওয়া হয় সড়কের পাশে
জড়ো করা আলু বস্তায় ভরে নেওয়া হয় সড়কের পাশে
৬ / ৮
খেত থেকে সড়কের পাশে সাইকেলে করে আলু নিয়ে যাওয়ার কাজ করেন তিন শ থেকে চার শ শ্রমিক
খেত থেকে সড়কের পাশে সাইকেলে করে আলু নিয়ে যাওয়ার কাজ করেন তিন শ থেকে চার শ শ্রমিক
৭ / ৮
আলু তোলার কাজে যুক্ত শ্রমিকেরা খেতেই খাবার খেয়ে নেন। প্রয়োজনীয় থালা-বাসন নিয়ে মাঠে যান অনেকে
আলু তোলার কাজে যুক্ত শ্রমিকেরা খেতেই খাবার খেয়ে নেন। প্রয়োজনীয় থালা-বাসন নিয়ে মাঠে যান অনেকে
৮ / ৮
আলু তোলার কাজে ব্যবহার করা কোদাল কাজ শেষে সাজিয়ে রাখা হচ্ছে
আলু তোলার কাজে ব্যবহার করা কোদাল কাজ শেষে সাজিয়ে রাখা হচ্ছে