গ্রামীণফোন টাকা দেবে, মনে করে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, তিনি মনে করেন গ্রামীণফোন সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিয়ে দেবে। আজ বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘গ্রামীণফোন সব জায়গায় গেছে। আর কোনো জায়গা নেই। আমার মনে হয়, তারা টাকা দিয়ে দেবে।’ তিনি বলেন, ‘হয়তো রোববার দেবে। আজ তো ব্যাংক বন্ধ হয়ে গেছে।’

জহুরুল হক আরও বলেন, ‘আদালত পরিষ্কার করে বলে দিয়েছেন, এক হাজার কোটি টাকা। এর নিচে নেওয়ার সুযোগ নেই। সোমবার কোর্ট বাকি টাকার জন্য যে আদেশ দেবেন, আমরা সেটাই মানব। বল এখন কোর্টের কাছে।’ গ্রামীণফোন টাকা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গ্রামীণ ফোনকে নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা সোমবারের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন।