বাড়ির উঠানে হাতির আক্রমণে বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজ বাড়ির উঠানে হাতির হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম মায়া রানী বড়ুয়া (৬০)। তিনি শাহমীরপুরের বিহারী বড়ুয়ার স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ১০টার দিকে মায়া রানী বড়ুয়ার বাড়ির উঠানে ঢুকে পড়ে হাতি। এটি ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। ভাঙচুরের পর হাতিটি চলে যাওয়ার সময় সেটির সামনে পড়েন মায়া রানী। ওই সময় হাতি তাঁকে শুঁড় দিয়ে তুলে মাটিতে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল আলম। তিনি বলেন, হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারলে নিহত হন মায়া রানী বড়ুয়া।

গত দেড় বছরে হাতির আক্রমণে আনোয়ারা উপজেলায় মারা গেছেন সাতজন। সবশেষ ২ ফেব্রুয়ারি রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের দেবী রানী দে (৪৫) ও ৭ জানুয়ারি সকালে বটতলী ইউনিয়নের নুর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলায়মান (৭০) নিহত হন।