১৮ মাস পর বাড়ি ফিরলেন র্যাবের সাবেক কর্মকর্তা হাসিনুর

হাসিনুর রহমান। ফাইল ছবি
হাসিনুর রহমান। ফাইল ছবি

চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান নিখোঁজ হওয়ার ১৮ মাস পর বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি তাঁর মিরপুরের বাসায় ফেরেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। হাসিনুর র‌্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদাপোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একটা সময়ে তাঁর বাসার কলবেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর। হাসিনুর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান। তবে এত দিন তিনি কোথায় ছিলেন, সে সম্পর্কে কিছু বলেননি। পরিবারও জানতে চায়নি। তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, এমন কোনো কিছুই পরিবার জিজ্ঞাসা করতে চাইছে না।