পবিত্র লাইলাতুল মেরাজ ২২ মার্চ

আগামী ২২ মার্চ রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে। আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২২ মার্চ রোববার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।