বারিধারার পার্ক রোড এখন 'কিং নরোদম সিহানুক রোড'

বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি এখন ‘কিং নরোদম সিহানুক রোড’। ছবি: নাসরিন আকতার
বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি এখন ‘কিং নরোদম সিহানুক রোড’। ছবি: নাসরিন আকতার

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এ সড়কের নামফলক উন্মোচন করেন। এ সময় কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া উপস্থিত ছিলেন।

বারিধারা পার্ক রোডের প্রবেশপথে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়ার বন্ধুত্বের স্মারকস্বরূপ এই সড়কের নাম কম্বোডিয়ার প্রয়াত রাজার নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ করা হয়েছে। আর কম্বোডিয়ার নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের কাজ প্রক্রিয়াধীন। এপ্রিলে তা উদ্বোধন করা হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফরে কম্বোডিয়ার রাজধানী নমপেন, এ একটি সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় একটি সড়ক কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুকের নামে করা হবে বলে সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে আজ এই সড়কের উদ্বোধন হলো।

এর মধ্যে দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বারিধারার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে। ছবি: নাসরিন আকতার
বারিধারার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে। ছবি: নাসরিন আকতার