পাশ্চাত্যের অন্ধ অনুকরণে উন্নয়ন চাই না: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২৯ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
রাঙ্গুনিয়ার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২৯ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কেবল অবকাঠামোর দিক দিয়ে উন্নত রাষ্ট্র গঠন করতে চাই না। আমরা একটি উন্নত জাতি গঠন করতে চাই। তবে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে উন্নয়ন চাই না।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পাশ্চাত্যে দেখা যায়, পাশের বাড়িতে কি হচ্ছে সেটা কেউ দেখে না। পাশের বাড়িতে ৮৫ বছরের বৃদ্ধ থাকে। হঠাৎ একদিন দেখা গেল সেই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃদ্ধ একাকী মারা গেছেন, কিন্তু প্রতিবেশীরা কেউ জানে না। দুর্গন্ধের কারণে লোকজন প্রতিবেশীর মৃত্যুর খবর পায়, এমন উন্নয়ন আমরা চাই না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বৃদ্ধ হলে সন্তানেরা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তেমন উন্নয়ন আমরা চাই না। আমাদের সন্তানেরা বড় ডাক্তার হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখবে না, তেমন উন্নয়ন আমরা চাই না। বড় কর্মকর্তা হয়ে নিজের গ্রামের মানুষের জন্য তার দরজা বন্ধ করে দেবে, তেমন উন্নয়ন আমরা চাই না। আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম নিজেদের এমন ভাবে গড়ে তুলবে যেন তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মানুষের প্রতি মমত্ববোধ থাকবে। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়। ২০৪১ সাল নাগাদ আমরা আমাদের রাষ্ট্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন পাশ্চাত্য দেশগুলো আমাদের অনুকরণ করে।’

শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও মূল্যবোধ জাগিয়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে চান। সেই উন্নত রাষ্ট্র রূপান্তর করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে। উন্নত নতুন প্রজন্ম গঠন করতে হবে। শিক্ষকদের অনুরোধ জানাব, তাঁরা যেন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশাত্মবোধ, মমত্ববোধ, মূল্যবোধের মতো গুণগুলো বিকশিত করেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক শওকত হোসেন। বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ প্রমুখ বক্তব্য দেন।