স্কুলছাত্রের মোটরসাইকেলচাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘বেপরোয়া গতির’ মোটরসাইকেলচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কালিদাস পশ্চিমপাড়া দাখিল মাদ্রাসার সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম চাঁদনি কোচ (৬)। সে ওই এলাকার কবু চন্দ্র কোচের মেয়ে। গতকাল রাতে এ ঘটনায় মোটরসাইকেলের চালক স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা করেন কবু চন্দ্র।

মোটরসাইকেলচালক ছাত্রটি স্থানীয় একটি স্কুলে পড়ে। তার বাড়িও ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা ওই মোটরসাইকেল চাঁদনিকে চাপা দেয়। এরপর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের অদূরে একটি ছাগলকেও চাপা দেয় ছাত্রের মোটরসাইকেল। এতে ঘটনাস্থলে ছাগলটি মারা যায়। সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চাঁদনিকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, আজ সোমবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাতে মামলা হয়েছে। আসামি স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এইচ এম লুৎফুল কবীর বলেন, কবু চন্দ্র কোচ তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন। মামলায় তিনি ওই ছাত্রের বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগ এনেছেন।