আইইউবিতে বসন্ত সম্মেলন

আইইউবির বসন্ত সম্মেলনে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
আইইউবির বসন্ত সম্মেলনে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত সম্মেলন। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে এ সম্মেলন হয়।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ প্রথমবারের মতো বসন্ত সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে অংশ নেন। সম্মেলনটি প্রাক্তনদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। তারা একসঙ্গে ‘বেন্ড ইট লাইক বেকহাম’ সিনেমাটি দেখে।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন রাজু।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এশিয়াটিক জেডব্লিউটির সহযোগী হিসাব পরিচালক মাহরুক খান, জন হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশনের জেন্ডার অ্যান্ড নলেজ স্পেশালিস্ট মাইশা সাইয়ারা খালেদ, ডেইলি স্টারের সাংবাদিক জোয়ানা নম্রতা মজুমদার ও কাঠবিড়ালি চলচ্চিত্রের চিত্রনাট্যকার তাসনিমুল তাজ আলোচনায় অংশ নিয়ে নিজেদের কাজ ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মুশফেকা ইসলামের সঞ্চালনায় বসন্ত সম্মেলনে বিভাগের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।