রাবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে যুবক কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাথরুমে এক ছাত্রীর ভিডিও ধারণ করায় মো. রায়হান উদ্দীন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মতিহার থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘ওই যুবক নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী বলে দাবি করেছেন।’

প্রক্টর দপ্তর ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের তৃতীয় তলায় অভিযোগকারী ছাত্রী বাথরুমে যান। ওই ছাত্রী বুঝতে পারেন, বাইরে থেকে কেউ ভিডিও ধারণ করছিলেন। তিনি বিষয়টি তাঁর বন্ধুদের জানান। এতে ওই ছাত্রীর বেশ কয়েকজন বন্ধু গিয়ে রায়হানকে মারধর করেন।

ঘটনাটি জানতে পেরে প্রক্টর মো. লুৎফর রহমান সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করেন। পরে ওই যুবক ও তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন মতিহার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। মারধরে আহত হওয়ায় পুলিশ রাতেই রায়হানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

আজ মঙ্গলবার সকালে অভিযোগকারী ছাত্রী মতিহার থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দুপুরে পুলিশ রায়হানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত রায়হানকে কারাগারে পাঠান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোবাইল ফোন পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে দেওয়া হবে।’