চবির শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সঙ্গে আজ বুধবার মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি ষোলোশহর এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সঙ্গে আজ বুধবার মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি ষোলোশহর এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরগামী শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টায় নগরের ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহত তিনজন হলেন ওয়াগনের চালক (লোকোমাস্টার) শেখ আবদুল্লাহ ও শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ মিজান ও মো. শরীফ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাটল ট্রেনটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। ছবিটি ষোলোশহর এলাকা থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল
শাটল ট্রেনটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। ছবিটি ষোলোশহর এলাকা থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল

দুর্ঘটনার বিষয়ে ষোলোশহর স্টেশনের সুপারভাইজার মো. জাফরুল্লাহ মজুমদার প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রেনটি ষোলোশহর এলাকায় ছিল। সকাল ১০টার দিকে স্টেশনের এক লাইন থেকে আরেক লাইনে মালবাহী ট্রেনটি নেওয়ার কাজ চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনটি চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। তবে শাটল ট্রেনকে আগেই সিগন্যাল দেওয়া হয়েছিল। সিগন্যাল না মানায় দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজ বুধবার তিনজন আহত হয়েছেন। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজ বুধবার তিনজন আহত হয়েছেন। ছবি: জুয়েল শীল

এদিকে সংঘর্ষের কারণে নগরের ষোলোশহর থেকে ক্যাম্পাসে আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জিআরপি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা লাইন সংস্কারের কাজ করছেন।