নাটোরে পরকীয়ামুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মানববন্ধন

পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন একদল তরুণ। আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন একদল তরুণ। আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারের প্রধান সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা ওই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে পরকীয়ার ক্ষতিকারক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় থেকে পরকীয় ছড়িয়ে পড়ছে পরিবার, সমাজ ও দেশে। এতে পারিবারিক অসন্তোষ বাড়ছে। ভাঙছে সংসার। নষ্ট হচ্ছে পারিবারিক সম্মান। অনেক ক্ষেত্রে খুনের ঘটনাও ঘটছে। এখন থেকে সচেতনতা না বাড়ালে সম্প্রীতি নষ্ট হবে বেশির ভাগ পরিবারে। দায়িত্ববোধ থেকেই তাঁরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।