সাতক্ষীরার ১২টি সোনার বারসহ একজন আটক

ফাইল ছবি
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে সোনার ১২টি বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর নাম বুদু হোসেন (৩৫)। আজ শুক্রবার সকালে উপজেলার কেঁড়াগাছি সীমান্তে বাড়ি থেকে ওই ব্যক্তি ধরা পড়েন।

বুদুর বাড়ি কেঁড়াগাছির সীমান্তবর্তী খাল ধার এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার সবুবের নেতৃত্বে কাকডাঙ্গা বিওপির নায়েক শওকত হোসেন, আবদুল রাকিবসহ ২০ থেকে ২৫ সদস্য বুদু হোসেনের বাড়িতে অভিযান চালান। বুদুকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি তাঁর কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। বুদুকে আটক করে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বলেন, সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। দুটি করে সোনার বার একসঙ্গে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।