বসন্তের দোল পূর্ণিমা

আজ সোমবার দোল পূর্ণিমা। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন আবির উৎসব। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা ও গৌরপূর্ণিমা উৎসব হয়। এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ সারা দেশে এই উৎসব অনুষ্ঠিত হয়।

১ / ৬
বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা
বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা
২ / ৬
দোল উৎসবে রং খেলায় মেতেছেন তরুণীরা
দোল উৎসবে রং খেলায় মেতেছেন তরুণীরা
৩ / ৬
উৎসবের রঙের ছটা
উৎসবের রঙের ছটা
৪ / ৬
ফুঁ দিয়ে আবির উড়িয়ে দিচ্ছেন এক নারী
ফুঁ দিয়ে আবির উড়িয়ে দিচ্ছেন এক নারী
৫ / ৬
একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি
একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি
৬ / ৬
রঙে রঙিন হলো সবার মন
রঙে রঙিন হলো সবার মন