বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে এবার গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পাহাড়ে এই ঘটনা ঘটে। একদিন আগেই বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মারা যান।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম নুর জাহান (৩২)। তিনি হিমছড়ি এলাকার মাংলা পাড়ার কৃষক আলী হোসেনের স্ত্রী।

গৃহবধূর মৃত্যুর বিষটি নিশ্চিত করে রামু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন বলেন, সকাল সাতটার দিকে বন্য হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে আলী হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা দৌড়ে নিরাপদে যেতে পারলেও নুর জাহানকে আক্রমণ করে হাতি। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গৃহবধূ।

হিমছড়ি পুলিশ ফাঁড়ি জানায়, সকাল ১০টার দিকে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহত ওই গৃহবধূর দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে বন্য হাতির আক্রমণে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুমনগর এলাকার বাসিন্দা।