খাগড়াছড়িতে বন্ধুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বন্ধুকে হত্যার দায়ে মো. ইউছুফ (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার প্রতিবেদনে জানা যায়, ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আবদুল্লাহ (২৮) নামের এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেন ইউছুফ। এই ঘটনায় নিহত আবদুল্লাহর ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। ঘটনার এক মাস পর পুলিশ ফেনী থেকে আসামিকে গ্রেপ্তার করে। পরের বছরের ১২ সেপ্টেম্বর পুলিশ ইউছুফকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই আদালতের সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, মামলায় আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।