রান্নার সময় দগ্ধ হয়ে মৃগী রোগীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূ হেনা আক্তার (৩৫) মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হেনা আক্তার কেন্দুয়া দীঘলকুর্শা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে রান্না করতে গেলে তাঁর শরীরে আগুন লাগে। পরিবারের সদস্যরা জানান, হেনা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। রান্নার সময় তাঁর এই রোগের উপসর্গ দেখা দিয়েছিল।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, হেনা আক্তার গতকাল সন্ধ্যার দিকে নিজ ঘরে রান্না করছিলেন। হঠাৎ মৃগী রোগ দেখা দিলে তিনি চুলার ওপর পড়ে যান। এতে তাঁর শরীরের বেশির ভাগ দগ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হেনাকে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান হেনা আক্তারের অগ্নিদগ্ধ ও মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।