ট্রাকের সামনের অংশ কেটে বের করা হলো চালকের মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (৩২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া এলাকার বাসিন্দা।

আলমপুর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ সকালে হবিগঞ্জ থেকে টাইলসবোঝাই ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। টাইলসবোঝাই ট্রাকের চালক সুজন ঘটনাস্থলেই নিহত হন। অপর ট্রাকের চালক পান্না হোসেন ও চালকের সহকারী রানা আহমেদ গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দীন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে নিহত ও আহতদের বের করে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হবিগঞ্জ থেকে আসা ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সড়ক সরু হওয়ায় দুর্ঘটনা ঘটেছে।