দেশে মাস্ক তৈরির ধুম

করোনাভাইরাসের শঙ্কায় দেশে মাস্কের চাহিদা বহু গুণ বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার অর্ধশতাধিক ছোট-বড় পোশাক কারখানায় মাস্ক তৈরির ধুম পড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ী-হকারেরা নানান নকশা ও রঙের মাস্ক কিনে নিয়ে যাচ্ছেন।

১ / ৫
কারখানার কর্মীরা মাস্ক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কারখানার কর্মীরা মাস্ক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
২ / ৫
ছোট কারখানায় প্রতিদিন গড়ে ২২০-২৫০ ডজন মাস্ক তৈরি হচ্ছে।
ছোট কারখানায় প্রতিদিন গড়ে ২২০-২৫০ ডজন মাস্ক তৈরি হচ্ছে।
৩ / ৫
এক গজ কাপড়ে ৪০টি মাস্ক তৈরি করা যায়।
এক গজ কাপড়ে ৪০টি মাস্ক তৈরি করা যায়।
৪ / ৫
বাড়তি আয়ের জন্য অনেকে অন্য কাজ ছেড়ে মাস্ক তৈরির কাজ করছেন।
বাড়তি আয়ের জন্য অনেকে অন্য কাজ ছেড়ে মাস্ক তৈরির কাজ করছেন।
৫ / ৫
চাহিদা মেটাতে কারখানায় বিরামহীনভাবে মাস্ক তৈরি চলছে।
চাহিদা মেটাতে কারখানায় বিরামহীনভাবে মাস্ক তৈরি চলছে।