মিরপুরের ঝুটপট্টির আগুন নিভেছে

মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছবি: আশরাফুল আলম
মিরপুর ১০ ব্লক ডি ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছবি: আশরাফুল আলম


রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টি গোডাউনের আগুন পুরোপুরি নিভেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আর বিকেল ৫ টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ বলছে, আগুনে মোহাম্মদ হোসেন ও ইসরাফিল নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, আজ শনিবার বেলা ১টা ২৩ মিনিটে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। সর্বমোট ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ঝুটের গোডাউন থেকে হয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এর আগে গত বুধবার রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই শর বেশি ঘর পুড়ে যায়।