গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দশম শ্রেণির ছাত্র নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শনিবার বিকেলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। তার নাম রুয়েল মিয়া (১৫)। সে উপজেলার ধলাইরপাড় গ্রামের তোফায়েল আহমদের ছোট ছেলে। সে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।

নিহত রুয়েলের চাচা ফজলু মিয়া বলেন, রুয়েল গতকাল বিকেলে মোটরসাইকেলে করে বটরতল বাজার থেকে ভানুগাছ বাজারে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাঁও এলাকায় একটি ইজিবাইককে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। রুয়েল মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে সাতটায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।