করোনা প্রতিরোধে মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে হ্যান্ডওয়াশের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে হ্যান্ডওয়াশের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিজেদের বাসন্তী নামক পোশাক তৈরির কারখানায় মাস্ক তৈরি, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়কে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা, বিনা মূল্যে হ্যান্ড সেনিটাইজার, সাবান ব্যবহারের সুযোগ করে দিয়েছে সংগঠনটি।

সংগঠনের প্রতিনিধিরা জানান, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে পথচারী, বিশেষ করে নিম্ন আয়ের লোকদের জন্য।

পানির লাইনের ব্যবস্থা করতে কাজ চলছে।
পানির লাইনের ব্যবস্থা করতে কাজ চলছে।

সংগঠনটির স্বেচ্ছাসেবক ফারুক আহমেদ করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি জানান, রাজধানীর পল্লবীতে হাত ধোয়ার জন্য উদ্যোগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত থেকে ফার্মগেট, মিরপুর ১০, আগারগাঁও, শাহবাগ, গুলশানসহ বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হবে। বিশেষভাবে বিভিন্ন সড়কের পাশের দেয়ালে রং করে পানির টেপ ও বেসিন বসিয়ে এ পানির ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেকেই এ কাজে দেয়াল ব্যবহার করতে দিচ্ছেন না। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ স্কুলের বাইরে না করে স্কুলের ভেতরে বসাতে বলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বলে ভেতরে পানির ব্যবস্থা করলে তা খুব বেশি কাজে লাগবে না। পানি সরবরাহ করাটাও বড় সমস্যা।

মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়কে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে।
মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়কে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করা হয়েছে।

ফারুক আহমেদ জানান, দেয়ালে বেসিন বসিয়ে পানির ব্যবস্থা করতে ঝামেলা হচ্ছে বলে বিভিন্ন সড়কের পাশে বড় ড্রামে পানি রাখার চিন্তা করছেন তাঁরা। ওয়াসা যদি ড্রামগুলো পানি দিয়ে ভরে দেয়, সে জন্য ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এর বাইরে বিভিন্ন পদচারী–সেতুর নিচে হ্যান্ড সেনিটাইজার রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের জন্য নিজেদের বাসন্তী নামক পোশাক তৈরির কারখানায় মাস্ক তৈরি করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের জন্য নিজেদের বাসন্তী নামক পোশাক তৈরির কারখানায় মাস্ক তৈরি করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

ফারুক আহমেদ জানান, ফাউন্ডেশনের তৈরি মাস্ক বিনা মূল্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালগুলোতে বিতরণ করা হচ্ছে। এর বাইরে কেউ যদি মাস্ক কিনতে চান, তাঁরা ২৮ টাকা মূল্যে তা কেনার সুযোগ পাচ্ছেন। সাধারণ মানুষ যাতে সুযোগটি নিতে পারে, সে জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বড় অর্ডারগুলো নেওয়া হচ্ছে না। এক ব্যক্তি দেড় লাখ মাস্কের অর্ডার দিতে চেয়েছিলেন তা বাতিল করা হয়েছে।

ফারুক আহমেদ বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম শুরু করেছি। জনগণের পক্ষ থেকে একটু সহায়তা পেলে কাজের গতি বাড়ানো সম্ভব হবে। সংগঠনের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ভাইরাস প্রতিরোধে কার্যকরী ব্যবস্থাও যাতে নিতে পারে, সে ব্যাপারেও সহায়তা করা।’