লাউয়াছড়া উদ্যানসংলগ্ন বনে আগুন

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের পেছনের বনে জ্বলছে আগুন। ছবি: প্রথম আলো
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের পেছনের বনে জ্বলছে আগুন। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুরে এই আগুন লাগে। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কমলগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের বনে আগুন লাগে। ক্রমেই আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগুন নেভানো যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছে উপজেলা প্রশাসন।