লাশ দাফনের সময় মৌচাকে ঘুড়ি, আক্রমণে একজনের মৃত্যু, আহত ১৫

দিনাজপুর সদর উপজেলার মৌমাছির আক্রমণে আবদুর রৌফ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার আস্করপুর ইউনিয়নের ফাসিলাডাঙ্গা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আবদুর রৌফ দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে বাসিন্দা ছিলেন।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক ব্যক্তি মারা যান। তাঁর মরদেহ দাফনের জন্য স্বজন ও গ্রামবাসী একত্র হয়েছিলেন। কবরস্থানের পাশে গাছের ডালে একটি মৌচাক ছিল। এ সময় উড়ে আসা একটি ঘুড়ি মৌচাকে আঘাত করে। এতে গাছের নিচে থাকা উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক। মৌমাছির আক্রমণে আবদুর রৌফসহ ১৬ জন আহত হন। আহত লোকজনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুর রৌফের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমেদ বলেন, মৃত ব্যক্তির দেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত লোকজনেরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা শঙ্কামুক্ত।