সিরাজগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

সনাতন চন্দ্র ভৌমিক উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বাসিন্দা। আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, কামারখন্দ উপজেলার হরিপদের মেয়ে স্বপ্না রানীর সঙ্গে ১৯৮৭ সালে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের। সে সময় ১ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার কথা ছিল। বিয়ের সময় ৬০ হাজার টাকা দেওয়া হয়। সনাতন বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০০১ সালের ২ আগস্ট রাতে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা করেন।