'হোম কোয়ারেন্টিনে' না থেকে ব্যাংকে টাকা তুলতে গেলেন তিনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এক যুবক পাঁচ দিন আগে ওমান থেকে দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী তাঁর ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার কথা। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করে তিনি আজ বুধবার শহরের একটি ব্যাংকে যান টাকা তুলতে। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি প্রশাসনকে জানান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। তিনি প্রথম আলোকে বলেন, ওই যুবক দাবি করেছেন যে তাঁর টাকার দরকার ছিল। তবে ব্যাংকের চেকের পাতা শেষ হয়ে যাওয়ায় তিনি ব্যাংকে গিয়েছিলেন। অর্থদণ্ডের পর তাঁকে বাধ্যতামূলক ‘হোম কোয়ারেন্টিনে’ পাঠানো হয়।