বনভোজন করে মুচলেকা দিলেন প্রধান শিক্ষক

রাজশাহী নগরের শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আজ ছিল বনভোজন।
রাজশাহী নগরের শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আজ ছিল বনভোজন।

করোনাভাইরাস প্রতিরোধে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তারপরও আজ বৃহস্পতিবার রাজশাহী নগরের শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিককে আটক করে মুচলেকা আদায় করেছে।

বেলা ১টার দিকে বিদ্যালয়টিতে অভিযানে যান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, সহকারী কমিশনার জর্জ মিত্র চাকমা ও আবদুল মালেক। তখন বিদ্যালয়ের ভেতরে রান্নাবান্নার কাজ চলছিল। অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় ২০০ শিক্ষার্থী। নিষেধাজ্ঞা অমান্য করে এ আয়োজন করায় প্রশাসনের কর্মকর্তারা প্রধান শিক্ষককে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসক হামিদুল হকের কাছে হাজির করা হলে নিজের ভুল স্বীকার করেন প্রধান শিক্ষক নিরঞ্জন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ধরনের আয়োজন আর করবেন না এমন মুচলেকা আদায় করা হয়েছে প্রধান শিক্ষকের কাছ থেকে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।