জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে মুজিববর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুজিববর্ষ উপলক্ষে কাল রোববার ও পরদিন সোমবার দুদিন জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসার কথা ছিল। এই অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব নেওয়ার কথা ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ পর্যন্ত দুজন মারা গেছেন। এ ছাড়া নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়।