ফেসবুকে পোস্ট দিয়ে 'হোম কোয়ারেন্টিনে' প্রবাসী

করোনাভাইরাস
করোনাভাইরাস

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার ব্যাপারে উদ্বুদ্ধ করে যাচ্ছে প্রশাসন। সেখানে অন্যরকম দৃষ্টান্ত দেখালেন গত শুক্রবার দেশে আসা এক প্রবাসী। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তিনি ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি আদেশ পালন করছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি প্রতিষ্ঠানে কাজ করেন ওই প্রবাসী। বিমানবন্দরে নেমেই তিনি হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দেন। অন্য প্রবাসীদেরও এটি মেনে চলার অনুরোধ জানান।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, দুবাইফেরত ওই ব্যক্তির স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাওয়ার বিষয়টি প্রশংসার দাবি রাখে।

এই কর্মকর্তা বলেন, কমলগঞ্জে বর্তমানে ৭৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন।