স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশ নিষিদ্ধ

বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি
বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি

বাংলাদেশের সকল স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ দেশের সংশ্লিষ্ট বিভাগ এবং কর্মকর্তাদের কাছে পাঠায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে অধিকতর সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ (আজ শনিবার) দেশের সকল চালু স্থলবন্দর বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।