সিলেটে বিপণিবিতান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার থেকে সিলেট নগরের বিপণিবিতানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত রোববার রাতে সিলেটের ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় ও জরুরি প্রয়োজনীয় প্রতিষ্ঠান ছাড়া অন্য বিপণিবিতান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

ব্যবসায়ী সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রাথমিক ভাবে আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিপণি বিতানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে বিপণিবিতান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেট নগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের মেয়রের আহ্বানে রোববার নগরের ব্যবসায়ীরা সোমবার থেকে বিপণি বিতানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামী শুক্রবার পর্যন্ত প্রাথমিক ভাবে বিপণি বিতানগুলো বন্ধ থাকবে। শনিবার করোনা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।