হবিগঞ্জে কোয়ারেন্টিনে থাকা দুজনের নমুনা সংগ্রহ

করোনা আক্রান্ত সন্দেহে হবিগঞ্জে হোম কোয়ারেন্টিনে (বাড়িতে পৃথক কক্ষে) থাকা দুজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁরা দুজনেই সরকারি কর্মকর্তা। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করেন।

হবিগঞ্জের সিভিল সার্জন একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালের ইনফ্লুয়েঞ্জার ল‌্যাব টেকনোলজিস্টরা তাঁদের নমুনা সংগ্রহ করেন। পরে রাতেই ওই নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তাঁদের দুজনকেই হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাঁদের সম্প্রতি বিদেশ ভ্রমণ কিংবা তাঁদের পরিবারে প্রবাসী কেউ আসেননি।