কোয়ারেন্টিন অমান্য করে বাইরে গল্প করছিলেন

শেরপুরের শ্রীবরদীতে হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘন করার অভিযোগে মালদ্বীপফেরত এক ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মনজুর আহসান এ জরিমানা করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ মার্চ মালদ্বীপ থেকে দেশে আসেন ওই ব্যক্তি। এরপর থেকে গ্রামের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু গতকাল বিকেলে তিনি কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘন করে বাড়ির বাইরে স্বজনদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁকে আট হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়া পর্যন্ত বাড়ির নির্দিষ্ট কক্ষে থাকার জন্য তাঁকে নির্দেশ দেন।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আলী আহাদ, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমানসহ পুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কুরুয়া বাজারে ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়’ শীর্ষক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।