কর্মহীন শ্রমজীবীদের চাল দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান

মিরাজুল ইসলাম
মিরাজুল ইসলাম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাটবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের চলাফেরা এখন নিয়ন্ত্রিত। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবীরা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তাঁর উদ্যোগে গতকাল বুধবার এক হাজার কর্মহীন মানুষের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।

ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিআইয়ের ব্যবস্থা করেছেন। দুটি অ্যাস্বুলেন্স দিয়েছেন। নিম্ন আয়ের মানুষকে পাঁচ কেজি করে চাল সহায়তা দিয়েছেন। তাঁর এসব উদ্যোগ প্রশংসনীয়।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে গতকাল বুধবার এক হাজার কর্মহীন শ্রমজীবীর মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। ছবি: প্রথম আলো
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে গতকাল বুধবার এক হাজার কর্মহীন শ্রমজীবীর মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। ছবি: প্রথম আলো

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি নতুন অ্যাম্বুলেন্স হাসপাতালে হস্তান্তর করেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

দ্রুত রোগী পরিবহনের জন্য চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো
দ্রুত রোগী পরিবহনের জন্য চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো

মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমাদের সবার উচিত সচেতনভাবে কাজ করা। আমি সংকট মোকাবিলায় এসব উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে।'