করোনা নিয়ে 'উসকানিমূলক পোস্ট', দুই শিক্ষক বরখাস্ত

করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম চলছে। এর মধ্যে এ বিষয়ে ফেসবুকে ‘অনভিপ্রেত ও উসকানিমূলক’ বক্তব্য ও ছবি পোস্ট করায় সরকারি দুই কলেজ শিক্ষককে (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা) বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই দুই শিক্ষক হলেন, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী এবং বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেনের সই করা পৃথক আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁদের শোকজ করে বিভাগীয় কার্যক্রম গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানাতে নোটিশ দেওয়া হয়েছে।