ফাঁকা ঢাকার চিত্র

করোনাভাইরাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি। সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ। আরও আগে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সড়কে যানবাহন তেমন একটা চলছে না। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না নগরবাসী। যাঁরা বের হচ্ছেন, তাঁরাও যথাযথ সুরক্ষাব্যবস্থা গ্রহণ করছেন কি না এবং সামাজিক দূরত্ব বজায় থাকছে কি না, তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকার।
১ / ৮
কারওয়ান বাজার সার্ক ফোয়ারার চিত্র। সড়কে মানুষ ও যানবাহন নেই বললেই চলে।
কারওয়ান বাজার সার্ক ফোয়ারার চিত্র। সড়কে মানুষ ও যানবাহন নেই বললেই চলে।
২ / ৮
বাইরে বের হওয়া লোকজন সুরক্ষাব্যবস্থা গ্রহণ করছেন কি না, তা পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা।
বাইরে বের হওয়া লোকজন সুরক্ষাব্যবস্থা গ্রহণ করছেন কি না, তা পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা।
৩ / ৮
যানশূন্য উড়ালসড়ক ও নিচের সড়ক। মালিবাগের মৌচাক এলাকার চিত্র।
যানশূন্য উড়ালসড়ক ও নিচের সড়ক। মালিবাগের মৌচাক এলাকার চিত্র।
৪ / ৮
জিরো পয়েন্ট এলাকায়ও যানবাহন নেই।
জিরো পয়েন্ট এলাকায়ও যানবাহন নেই।
৫ / ৮
সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের গাড়ি।
সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের গাড়ি।
৬ / ৮
প্রায় জনশূন্য কাকরাইল এলাকা।
প্রায় জনশূন্য কাকরাইল এলাকা।
৭ / ৮
বন্ধ সব দোকানপাট। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের চিত্র।
বন্ধ সব দোকানপাট। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের চিত্র।
৮ / ৮
জনশূন্য অফিসপাড়া মতিঝিল।
জনশূন্য অফিসপাড়া মতিঝিল।