খালেদার মুক্তিকে স্বাগত জানালো ইইউ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আজ শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। ২৫ মাস কারাভোগের পর গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। কিছু শর্ত সাপেক্ষে সরকার তাঁকে মুক্তি দেয়।

ইইউ তাদের বিবৃতিতে খালেদার মুক্তিতে স্বাগত জানিয়ে বলেছে, সংস্থাটির মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি এ্যামন গিলমোর তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইইউ আরও জানায়, 'গত দুই বছর কারাভোগে তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। আমরা আশা করি বেগম খালেদা জিয়া এখন তাঁর প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রচার এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তাঁদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও করোনাভাইরাসে আক্রান্ত। ইউরোপীয় ইউনিয়ন এ বিবৃতিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানিয়েছে।