করোনাভাইরাস প্রতিরোধে বিবাহোত্তর অনুষ্ঠান বন্ধ

মেয়ের বিয়ে দেওয়ার জন্য ২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছিলেন এক ব্যক্তি। গত সপ্তাহে মেয়েকে বিয়েও দিয়ে দেন। আজ শুক্রবার ছিল তাঁর মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠান। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশফেরত ওই ব্যক্তির মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠান আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পশ্চিম বেতাগী গ্রামে আয়োজন করা হয়। এখানে ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে এই আয়োজন বন্ধ করে দেন ইউএনও।

এ বিষয়ে বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) নুর কুতুবুল আলম বলেন, ইউএনওর নির্দেশে অনুষ্ঠানের জন্য টাঙানো শামিয়ানা খুলে ফেলা হয়েছে। রান্নাবান্নার আয়োজনও বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজনের খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। যাঁরা এ অনুষ্ঠান আয়োজন করেছেন তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।