মাস্কের দাম কম রাখায় পাশের দোকানির হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্কের দাম পাশের দোকানের চেয়ে কম রাখছিলেন ওষুধের দোকানদার মো. ওসমান। এতে খেপে যান পাশের স্টেশনারি দোকানদার মো. সুজন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে হামলা করে বসেন সুজন। এতে গুরুতর আহত হন ওসমান (৩০)।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পোমরা ইউনিয়ন সদস্য আহমদ কবীর বলেন, ৫০ টাকা দামে মাস্ক বিক্রি করছিলেন স্টেশনারি দোকানদার মো. সুজন। কিন্তু পাশের ওষুধের দোকানদার মো. ওসমান একই মাস্ক বিক্রি করছিলেন ৩০ টাকা দামে। এই নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ওসমানের দোকানের মধ্যে গিয়ে তাঁর ওপর হামলা করেন। গুরুতর আহত হন ওসমান। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সামান্য আহত হন সুজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আকিক বলেন, ওসমানের নাকে–মুখে আঘাত বেশি ছিল। রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে ওসমানের পক্ষ থেকে মামলা করতে কয়েকজন এসেছেন। কিন্তু ওসমানের চিকিৎসা শেষে তাঁদের অভিযোগ দিতে বলা হয়েছে। তখন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।